সৌদি আরব থেকে ৮৪ জন গর্ভবতী নারী ফিরলেন বিশেষ বিমানে
সৌদি আরব থেকে ৩৩৫ ভারতীয়কে কেরলে উড়িয়ে আনল বিশেষ বিমান। বন্দে ভারত মিশনের আওতায় শুক্রবার রিয়াদ থেকে একটি বিমান এসেছে কোঝিকোড়ে। সেই বিমানে ছিলেন ১৫৩ যাত্রী। এদের মধ্যে ছিলেন ৮৪ জন গর্ভবতী মহিলা, ২২ শিশু ও ৪ ছোট বাচ্চা। শুক্রবার সন্ধে আটটা নাগাদ বিমানটি ভারতের কোঝিকোড়ে পৌঁছায়।
শুক্রবার মোট ৩টি ফ্লাইট ভারতে গিয়েছে। এদের মধ্যে ২ কেরলে এবং তৃতীয়টি দিল্লিতে। এয়ার ইন্ডিয়ার সেই বিমানে ছিলেন ২৩৪ যাত্রী। বিমানটি এসেছে সিঙ্গাপুর থেকে। উল্লেখ্য, বন্দে ভারত মিশনের আওতায় ৬৪টি বিমান ও ৩টি নৌবাহিনীর জাহাজে মোট ১৫০০০ ভারতীয়কে বিদেশ থেকে দেশে ফেরাবে ভারত।
Facebook Comments