সৌদিতে আটকেপড়ারা দেশে ফিরছেন ৮ আগস্ট
করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৮ আগস্ট (শনিবার) ফ্লাইটটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কেউ ছুটি নিয়ে চাইলেও এই ফ্লাইটে দেশে আসতে পারবেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, আগামী ৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
রিয়াদ থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুকরা দূতাবাসের রেজিস্ট্রেশন ছাড়াই সরাসরি বিমান অফিস থেকে টিকিট কিনতে পারবেন। বিমানের মোট আসন সংখ্যা ৪১৯। বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখি যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করেছে ইকোনমি ক্লাস ১৯০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ২৮০০ সৌদি রিয়াল।
Facebook Comments