শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা
ঢাকা, ২৩ মে- ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২২ মে) রাত ৭টা ৫৫ মিনিটে ফোন করে প্রায় ১৫ মিনিট কথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
সুপার সাইক্লোন আম্ফানের ক্ষয়ক্ষতির বিষয়েও খোঁজ খবর নেন এবং জান-মালের ক্ষয়-ক্ষতিতে সমবেদনা প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
উল্লেখ্য, আগামী সোমবার (২৫ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র: জাগোনিউজ
আর/০৮:১৪/২৩ মে
Source link
Facebook Comments