শুরুতেই যাত্রী সংকট: ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাতিল
করোনার কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর ঢাকা-রাজশাহী অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রথমদিনেই যাত্রী সংকটে বাতিল হয়েছে নভোএয়ার ও ইউএস বাংলার আলাদা আলাদা দুটি ফ্লাইট।
রাজশাহী শাহ্ মখদুম বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ২৬ মার্চ থেকে অফিস আদেশ মতে করোনার কারণে রাজশাহী থেকে বিমান চলাচল বন্ধ করা হয়। প্রায় চার মাস পর শাহ্ মখদুম বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে হাতধোয়া, মাস্কপরা, থারমালগান দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ, জুতা জীবাণুমুক্ত করা, ও দূরত্ব নিশ্চিতে বিমানবন্দরে স্টিকার বসানো হয়েছে।
ইন্টারন্যশলান সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের স্বাস্থ্য বিষয়ক সকল নির্দেশনাও মানছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
তবে নভোএয়ারের বেলা পৌনে ১২টার ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকা যাত্রী গেছেন মাত্র দশ জন। আর ঢাকা থেকে রাজশাহী এসেছেন ১২ জন। এতে যাত্রী সংকটে ইউএস বাংলার সকালের ও নভোএয়ারের বিকেলের ফ্লাইট বাতিল করা হয়েছে। তাতে বাতিল হয় দুটি ফ্লাইট।