লেবাননে বাংলাদেশি নারী কর্মীর অস্বাভাবিক মৃত্যু
লেবাননে শ্বাসকষ্টজনিত কারণে মোমেনা বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলার চরভাদ্রসন উপজেলার বোদ্দাঙ্গি গ্রামে। মোমেনার স্বামীর নাম ওবায়দুর রহমান।
শনিবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির কেরেন্তিনা হাসপাতালে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালটির হিমঘরে রাখা হয়েছে।
জানা গেছে, মোমেনা বেগম দীর্ঘ ৮ বছর আগে গৃহকর্মীর ভিসা নিয়ে লেবানন পাড়ি জমান। তিনি মুকাল্লেস এলাকায় নিজ রুমে চারদিন যাবত ঠাণ্ডাজনিত সমস্যায় অসুস্থ ছিলেন।
শনিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে স্থানীয় কয়েকজন বাংলাদেশি তাকে কেরেন্তিনা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বৈরুত দূতাবাসের শ্রম সচিব জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে পাঠানো হবে।