যুক্তরাজ্যে মাত্র ২০ মিনিটেই মিলছে করোনা পরীক্ষার রিপোর্ট
যুক্তরাজ্য নতুন এক পদ্ধতিতে করোনাভাইরাসে আক্রান্তকে পরীক্ষা করা শুরু করেছে। যেখানে ২০ মিনিটের মধ্যেই মিলবে করোনার রিপোর্ট। বৃহস্পতিবার করোনার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি জানান, এ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠাতে হবে না। সুতরাং আপনি স্পটে বসেই মাত্র ২০ মিনিটের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পেয়ে যাবেন।
আরো পড়ুন – প্রবাসীদের ঈদ উপহার দিলো সিঙ্গাপুর সরকার
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বল্পসময়ে করোনা টেস্টের এ প্রক্রিয়া প্রাথমিক ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। এবার বৃহত পরিসরে ব্যবহারে এর ফলাফল কেমন আসে তা জানার চেষ্টা চালাচ্ছে সরকার।
হ্যানকক বলেন, যদি এতে কাজ হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা গণহারে এই পরীক্ষা শুরু করব। ২০ মিনিটে করোনা টেস্টের এই ট্রায়াল পরিচালনা করছে ব্রিটিশ কোম্পানি অপটিজেন।
এদিকে ব্রিটেনে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৬৩ জন। আর আক্রান্ত হয়েছেন ২৪৭২ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়তেই আছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ লাখ। গোটা বিশ্বে ভাইরাসটি সংক্রমিত মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৮ হাজারেরও বেশি মানুষ।