মে মাসেই সব ধরনের ফ্লাইট চালু করছে ইতিহাদ এয়ারওয়েজ
ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে যে, তারা ১৬ মে’র পর থেকে সব ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
ক্যারিয়ারটি বলেছে যে “সংযুক্ত আরব আমিরাত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে মে থেকে নির্ধারিত যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালু করার কথা ভাবছে।
সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বেশিরভাগ যাত্রীবাহী ফ্লাইটগুলি কয়েক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে কারণ বেশিরভাগ দেশে করোনভাইরাসের বিস্তার ঠেকাতে বিমান চলাচল বন্ধ করেছে। ইতিহাদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বিদেশে থেকে ফেরত আনতে, এবং দেশে আটকা পরা প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরানোর জন্য কয়েকটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।
দুবাইতে এমিরেটস এয়ারলাইন যাত্রীদের বিমান পুনরায় চালু করার পরিকল্পনাটি এখনও নিশ্চিত করতে পারেনি। শোনা যায় যে জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখবে এমিরেটস এয়ারলাইন্স, তবে কর্তৃপক্ষের মুখপাত্ররা এ বিষয়টি নিশ্চিত করেননি।
গাল্ফ নিউজের প্রশ্নের জবাবে এমিরেটস এয়ারলাইন্স কেবল বলেছে যে “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং দ্রুত ফ্লাইটগুলো আবার চালু করতে আশাবাদী”।