ভারতে আটক তাবলীগের ৩০০ সাথীকে আকাশপথে দেশে ফিরিয়ে আনা হচ্ছে
মহামারী করোনা ভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে তাবলীগ জামাতের সাথীরা আটকা পড়েছেন। এই সংখ্যা ৩০০ জনেরও বেশি। এই জামাতে পুরুষ ও নারী রয়েছেন।
আটকে পড়া বাংলাদেশীদের দিল্লি থেকে আকাশ পথে দেশে ফিরিয়ে আনছে সরকার। তাবলীগের যে সব সাথী আটকে পড়েছেন তাদেরকে অনতিবিলম্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের mission.newdelhi@mofa.gov.bd ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য বলা হয়েছে।
তাবলীগ জামাতের পক্ষ থেকে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করতে মুনিরুজ্জামাননের +৮৮০১৬৭০০৭৭৩৭৭ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
নিউজ সোর্স – যুগান্তর
Facebook Comments