বিশেষ বিমানে ইতালি ফেরাদের শরীরে করোনা, আতঙ্কে প্রবাসীরা
বাংলাদেশ থেকে বিশেষ বিমানে করে ইতালি ফেরতদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আবারও আতঙ্কে প্রবাসীরা। এ কারণে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। এরই মধ্যে, মেয়াদোত্তীর্ণ প্রবাসীদের ইতালি ফিরতে নতুন করে ভিসা করতে হতে পারে।
বাংলাদেশ থেকে বৃহস্পতিবার বিকেল চারটার বিশেষ ফ্লাইটে করে ইতালি ফিরেছেন যেসব বাংলাদেশি, তাদের মধ্যে অনেকেই আক্রান্ত করোনায়। তথ্য গোপন করে ইতালিতে ফিরেছেন তারা। এখন ওই ফ্লাইটের অন্য আরোহীরা রয়েছেন সংক্রমণের ঝুঁকিতে। এর মধ্যে অনেকেই আবার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন না থেকে ঘোরাফেরা করছেন প্রকাশ্যে। প্রবাসীরা আশঙ্কা করছেন, এর ফলে বন্ধ হয়ে যেতে পারে বিমানের বিশেষ ফ্লাইট।
গত ২৪ ঘণ্টায় রাজধানী রোমে যে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন তার মধ্যে ৩ জনই ওই ফ্লাইটে করে দেশটিতে ফেরা বাংলাদেশি। এছাড়া অন্য কয়েকটি শহরেও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির শরীরে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে।