বিমান সংস্থা ভার্জিন অস্ট্রেলিয়াকে কিনতে আগ্রহ দেখিয়েছে ২০ ক্রেতা
বিশাল অংকের ঋণের বোঝা ও নভেল করোনা ভাইরাসের কারণে ব্যবসায় মন্দার সঙ্গে লড়তে থাকা ভার্জিন অস্ট্রেলিয়াকে কিনতে অন্তত ২০ ক্রেতা আগ্রহ দেখিয়েছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম আকাশসেবা সংস্থাটিতে প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া লন্ডনভিত্তিক বহুজাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েটের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। খবর ব্লুমবার্গ।
ঋণদাতাদের সঙ্গে এক বৈঠক শেষে বিবৃতিতে ডেলয়েট বলেছে, জুনের শেষ নাগাদ ভার্জিন অস্ট্রেলিয়া বিক্রির চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। তার আগে মে মাসের মাঝামাঝিতে নিলাম হওয়ার সম্ভাবনা রয়েছে।
১০ হাজারের বেশি ঋণদাতার কাছে ভার্জিন অস্ট্রেলিয়ার ৬৮৪ কোটি অস্ট্রেলিয়ান ডলার (৪৫০ কোটি মার্কিন ডলার) দেনা রয়েছে। এর সঙ্গে করোনা পরিস্থিতিতে আকাশসেবা খাতে স্থবিরতা সৃষ্টি হওয়ায় কোম্পানিটির আয়েও ধস নেমেছে।