বিমানের লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট ৭দিনের জন্য স্থগিত
করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক আকাশ পথে লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে আগামী ৩০ মার্চ ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারগামী ফ্লাইট দুটি যথারীতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিদ্যমান করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট আপাতত সাতদিনের জন্য স্থগিত করা হলো। ৩০ মার্চ ঢাকা থেকে ওই দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।
যাত্রী সংকট ও স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক সব রুটে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ করেছে বিমান। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।