বাবার শেষকৃত্যের জন্য ফ্লাইটে চড়ার অনুমতি পান নি ঋষি কন্যা
প্রিয়জনকে চিরবিদায় জানানো সবার জন্যই বেদনার। কিন্তু বাবাকে শেষবারে মতো দেখার জন্য অনেক ঝক্কি পোহাতে হবে তা কোনো দিনই ভাবেন নি ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর। স্বামী-সন্তান নিয়ে দিল্লিতে থাকেন তিনি।
ঋষি কাপুর মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন লিউকেমিয়া ক্যান্সারে ভুগে শেষমেষ নিভে গেছে তার জীবন প্রদীপ।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বর্তমানে ভারতে চলছে লকডাউন। সে জন্য বাবাকে শেষবার দেখতে মুম্বাই যাওয়ার অনুমতি নিতে চেয়েছিলেন ঋদ্ধিমা।
এনডিটিভির দেওয়া এক প্রতিবেদনে জানা গেছে, বাবার শেষকৃত্যে অংশ নিতে বিশেষ ফ্লাইটে চড়ে মুম্বাই আসতে চেয়েছিলেন ঋদ্ধিমা। কিন্তু তাকে অনুমতি দেওয়া হয় নি।
শেষমেষ সড়ক পথে ভ্রমণের অনুমতি পান ঋদ্ধিমা। এরপর ১৪ হাজার কিলোমিটার পথ পেরিয়ে মুম্বাই পৌঁছেছেন তিনি।