ফুটবলে সেরা, সেরা মিলিটারিতেও
ইংলিশ ফুটবল ক্লাব টটেনহাম হটস্পারের তারকা ফরোয়ার্ড সন হিউয়েন-মিন। দক্ষিণ কোরিয়ান এই ফুটবলার করোনাভাইরাসের এই সময়টায় দেশের মিলিটারি সার্ভিসে (সামরিক বাহিনী) কাজ করেছেন। সেখানেও জিতেছেন সেরা পারফরম্যান্সের পুরস্কার।
দক্ষিণ কোরিয়ায় অবশ্য এই মিলিটারি ট্রেনিং তরুণদের জন্য বাধ্যতামূলক। বয়স ২৮ পেরোনার আগে প্রত্যেক শক্ত-সামর্থ্য পুরুষকে দুই বছরের সামরিক প্রশিক্ষণ নিতে হয়।
এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতায় সন হিউয়েন মিন বড় সময় থেকে ছাড় পেয়েছেন। তবে একেবারে মাফ নয়। বাধ্যতামূলক তিন সপ্তাহের ট্রেনিং করতে হয়েছে টটেনহাম ফুটবল তারকাকে।
তিন সপ্তাহের সে ট্রেনিং শেষ হয়েছে সন হিউয়েন মিনের। আর হাতে তিনি নিয়েছেন সেরা পারফরমারের পুরস্কারও। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ বছর বয়সী স্পার তারকা শ্যুটিংয়ে ১৫৭ জন ট্রেইনারের মধ্যে সেরা হয়েছেন, জিতেছেন পিলসাং পুরস্কার।
সামরিক ট্রেনিংয়ে শ্যুটিং, অস্ত্র প্রশিক্ষণ, রাসায়নিক, জৈবিক ও রেডিওলজিক্যাল, একক মুষ্টি যুদ্ধ, ও মেডিকেল প্রশিক্ষণে অংশ নিতে হয়েছে সন হিউয়েন মিনকে। এই প্রশিক্ষণে তিনি দশে দশ পেয়েছেন।
সনের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছে তার ক্লাব টটেনহাম। আগামী সপ্তাহে লন্ডনে ফেরার কথা দক্ষিণ কোরিয়ান এই ফুটবল তারকার। সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৯ মে
Source link