দন্ডপ্রাপ্ত ১২৫ বাংলাদেশীকে মুক্তি দিচ্ছে কুয়েত সরকার, প্রস্তুত হচ্ছে বিশেষ ফ্লাইট
দন্ডপ্রাপ্ত ১২৫ বাংলাদেশীকে মুক্তি দিচ্ছে কুয়েত সরকার। ফেরত আনতে প্রস্তুতি নিচ্ছে বিশেষ ফ্লাইট। আগামী সপ্তাহে তাদের ফেরত আনতে যাচ্ছে বিমানের একটি বিশেষ ফ্লাইট। জানাগেছে একটি স্পেশাল ফ্লাইটে ১২৫ বাংলাদেশিকে আগামী সপ্তাহে ফেরত পাঠাচ্ছে কুয়েত ! ওই বাংলাদেশিরা বিভিন্ন লঘু অপরাধে ডিটেনশন সেন্টারে রয়েছেন।
কুয়েত সরকার ঢাকাকে জানিয়েছে, ওই বাংলাদেশিরা শিগগির মুক্তি পাচ্ছেন। মুক্তির অপেক্ষায় থাকা ১২৫ বাংলাদেশিসহ কুয়েতের জেলে থাকা ৩৫০ বাংলাদেশিকে দ্রুত ফেরাতে চায় দেশটি। তাদের প্রত্যেকের বিস্তারিত ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে ছোট্ট অপরাধে ডিটেনশন সেন্টারে থাকা ১২৫ বাংলাদেশিকে বহনকারী কুয়েতি ফ্লাইট ঢাকায় নামার অনুমতি চাওয়া হয়েছে। কুয়েতের ফেরত পাঠানো বাংলাদেশিদের গ্রহণে ঢাকার আপত্তি নেই। তবে তাদের বহনকারী ফ্লাইটটি ১৪ই এপ্রিলের আগে না পাঠাতে অনুরোধ করা হয়েছে। কারণ চীন ছাড়া দুনিয়ার সঙ্গে ঢাকার নিয়মিত ফ্লাইট বা বিমান যোগাযোগ ওই সময় পর্যন্ত বন্ধ থাকছে। তবে ঢাকার অনুরোধের জবাবে কুয়েত কি বলেছে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা সম্ভব হয় নি।