করোনা আতঙ্কের মধ্যেই বাংলাদেশ ছাড়লেন ১২৬ ভুটানি
করোনা ভাইরাস সংক্রমনের মাঝেই বাংলাদেশ থেকে ১২৬ জন ভুটানের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে ভুটানের ড্রুক এয়ারলাইনসের ২ টি বিশেষ ফ্লাইটে তারা ফিরে গেছেন। ঢাকায় ভুটানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, মোট ১২৬ জন ভুটানের নাগরিকদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সকালে তারা দুটি বিশেষ ফ্লাইটে করে (কেবি ৩০১, এবং কেবি ৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
দূতাবাসের কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা ফিরে গেছেন।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণে ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। বাংলাদেশেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। মারা গেছেন ৫ জন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। গণপরিবহনও আজ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।