ওমান প্রবাসীদের দেশে না ফেরার অনুরোধ
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বর্তমানে প্রায় আট লাখ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে প্রায় দেড় লাখ নানা কারণে অবৈধ হয়ে আছেন। করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতি বহু বাংলাদেশি প্রবাসী বিপদে রয়েছেন।
এমন পরিস্থিতিতে ধৈর্য্য হারা না হয়ে সেখানে অবস্থানের অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত মোহাম্মাদ গোলাম সারওয়ার।
ওমানে ন্যূনতম আয়ের সুযোগ থাকলে তিনি তাদের দেশে না ফেরার অনুরোধ জানিয়ে গোলাম সারওয়ার বলেছেন, করোনাভাইরাসের কারণে অনেকে আর্থিক ও মানসিক কষ্টের মধ্যে আছে। কিন্তু যদি বৈধভাবে ওমানে আয় করার ন্যূনতম সুযোগ থাকে, তবে ভীতসন্ত্রস্ত হয়ে দেশে ফেরত না গিয়ে ওই দেশে কাজ করলে বেশি সুবিধা হবে।
ওমান প্রবাসীদের উদ্দেশে শনিবার (৯ মে) তিনি একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে বলেছেন, আপাতত কষ্ট করে হলেও বিদেশে থাকার চেষ্টা করুন। কারণ, আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে অন্য দেশের মতো ওমানও সহসাই ইনশা আল্লাহ ঘুরে দাঁড়াবে।