এভিয়েশন সেক্টরের কাজ শিখুন ঘরে বসেইঃ ক্যারিয়ার টিপস
কেউ কি ভেবেছিলেন ঘরে বসেই এয়ারলাইন্স এবং এভিয়েশন রিলেটেড সকল কাজ শিখতে পারবেন? করোনার এই দুঃসময় কেটে গেলেই কিন্তু আবার আকাশপথ সরব হয়ে উঠবে। দরকার পরবে অনেক অনেক দক্ষ কর্মীর, দক্ষ ট্রাভেল এজেন্সির। তাই অবসরের এই সময়টুকু কাজে লাগিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ।
যারা এয়ারটিকেটিং এন্ড ট্রাভেল ট্যুরিজম সেকটর এ ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, বা যারা মাত্রই ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে এই সেকটর সম্পর্কে হতাশা কাজ করছে, তাদের জন্য কাজ করে যাচ্ছে HB Aviation Training Center. এই ই-লার্নিং এর মাধ্যমে নামমাত্র মূল্যে দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ, ই-টিকেটিং এবং ট্রাভেল ট্যুরিজম সেক্টরে কাজ শিখতে পারবেন।
দেশে প্রথমবারের মতো ই-টিকেটিং বিষয়ক ই-লার্নিং কোর্স চালু করেছে শুধুমাত্র এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার। এ বিষয়ে এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান যাকি এস বারী Air Info BD এর সাথে শেয়ার করেন অনলাইন কোর্স চালুর পিছনের গল্প। চলুন তার মুখ থেকেই শুনে আসি –
” আসসালামু আলাইকুম। আজ আপনাদের আমাদের ই-লার্নিং কোর্সের এর পেছনের গল্প শুনাই…
২০১৭ সাল এর শেষের দিকে আমি এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার টি শুরু করি। এই সেকটর এর প্রতি অনেকের আগ্রহ থাকলেউ, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই এই সেকটরে ক্যারিয়ার গড়তে পারে না। আমরা আমাদের “এয়ারটিকেটিং এন্ড ট্রাভেল ট্যুরিজম” অফলাইন কোর্সের মাধ্যমে ট্রেনিং দেয়া শুরু করলেও, বাংলাদেশের অনেক জায়গার অনেকেই আমাদের এই কোর্সটি করতে আগ্রহী হয়, ইনবক্সে ঢাকার বাইরের প্রচুর মানুষের নক পাই। কিন্তু দূরুত্বের কারনে তা অনেকের করা সম্ভব হচ্ছিল না।
তখন আমি এই ই-লার্নিং কোর্সটির কথা ভাবি। যদিও আমাদের এই ট্রেনিংটা প্র্যাক্টিকাল প্র্যাক্টিস এর উপর নির্ভরশীল, তবুও চিন্তা করি ডিজিটাল প্রজুক্তি কে কাজে লাগিয়ে যদি কিছুটা হলেও ঢাকার বাইরের মানুষের কাছাকাছি পৌছানো যায়… তখন থেকেই এটা নিয়ে কাজ করা শুরু করি…
এ বছরের শুরুর দিকে আমাদের ই-লার্নিং কোর্সের যাত্রা শুরু হয়। শুরুতে পেন ড্রাইভ ডিভাইস এর মাধ্যমে এই কোর্সটি দেয়া শুরু করলেও, ডেলিভারি সংক্রান্ত জটিলতার কারনে এখন গুগল ড্রাইভের মাধ্যমেই আমরা এই কোর্সটি পৌছে দিচ্ছি সবার কাছে… 🙂
যখন আমি এই ট্রেনিং সেন্টার টি দেই, তখন ও অনেকে আমাকে ডি মোটেভেট করেছিলো,এবং যখন ই-লার্নিং কোর্সটি শুরু করতে যাই তখনও অনেকেই ডি-মোটিভেট করেছে।
বলেছে কন্টেন্ট চুরি হবে, মানুষ কপি করবে, আরো হাবিজাবি বহু কিছু… আমি শুধু একটা কথাই ভেবেছি কেউ যদি জ্ঞান চুরি করে জ্ঞানী হয়, তাহলে আমার কোন সমস্যা নেই, আর চুরির বিচার করার মালিক আছেন একজন। আর আরেকটা বিষয়, আমার এই কোর্স এর ভিডিও টিউটোরিয়াল তৈরি করবার জন্য বেশ বড় একটা এমাউন্ট খরচ করতে হয়েছিলো, তখন ও কেউ কেউ বলেছিলো এর ১০ ভাগের এক ভাগ টাকাও উঠবে না… 🙂 আমি একটা জিনিস বিশ্বাস করি, সব সময় সব কিছু টাকা দিয়ে পরিমাপ করতে হয়না… ভালো নিয়ত থাকলে উপর ওয়ালাই বোধহয় সহায়তা করে…
আমাদের ট্রেইনার গন যারা এই ভিডিও টিউটোরিয়াল এ আছে, তারাও খুব আশাবাদী ছিলেন, এবং তাদের এফোর্ড এর কারনেই হয়তো এটা দাঁড় করানো সম্ভব হয়েছে…
আমাদের ই-লার্নিং কোর্সটি এ পর্যন্ত ৮০+ মানুষ নিয়েছে। আমরা যতটুকু এফোর্ড এই ই-লার্নিং কোর্সটি তে দেবার চেষ্টা করেছি, সেই তুলনায় চেষ্টা করেছি এর কোর্স ফি টা হাতের নাগালেই রাখতে…
আর শুধু তাই না, আমরা আমাদের ই-লার্নার দের জন্য নতুন নতুন ফিচার ও এড করছি প্রতিনিয়ত… সামনে ইনশাআল্লাহ তাদের ক্যারিয়ার নিয়ে আমার আরো বড় পরিকল্পনা আছে।
এই করোনা মহামারী তে আমাদের কোর্সটি আমরা একদম সীমিত মূল্যে দেবার চেষ্টা করেছি, আর আমাদের কোস্টিং পূর্ন হলেই ইনশা আল্লাহ সামনে এই কোর্স এর বেশ কিছু ফিচার একদম ফ্রিতেই দেবার ইচ্ছা আছে আমার…
নিচে এই কোর্স নেয়া কিছু মানুষের মূল্যবান ফিডব্যাক তুলে ধরা হলো… বিশ্বাস করেন, এই ফিডব্যাক দেবার জন্য তাদের কোন রকম পুরষ্কার দেয়া হয়নি। এগুলো তাদের অনেস্ট ফিডব্যাক…
দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি।”
এইচবি এভিয়েশন ট্রেইনিং সেন্টারের ফেসবুক পেইজ – https://www.facebook.com/HBAviationBD
ওয়েবসাইট – http://hbaviationbd.com
যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন 01716680447 এই নাম্বারে