উড়োজাহাজ বহর গ্রাউন্ডেড করল ইজি জেট
নভেল করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে নিজেদের সম্পূর্ণ উড়োজাহাজ বহর গ্রাউন্ডেড করেছে ব্রিটিশ আকাশ সেবা সংস্থা ইজিজেট। তবে বহর গ্রাউন্ডেড করা হলেও আটকা পড়া গ্রাহকদের ফিরিয়ে আনতে উদ্ধারকারী ফ্লাইট দেয়া সম্ভব হবে বলে গতকাল সংস্থাটি জানিয়েছে।
এক বিবৃতিতে ইজিজেট জানিয়েছে, ভাইরাস মহামারী মোকাবেলায় সরকারগুলোর নজিরবিহীন ভ্রমণ নিষেধাজ্ঞা ও ইউরোপীয় দেশগুলোজুড়ে লক ডাউন পদক্ষেপের ফলে সম্পূর্ণ উড়োজাহাজ বহর গ্রাউন্ডেড করা হয়েছে। এছাড়া বর্তমান পরিস্থিতিতে কবে নাগাদ বাণিজ্যিক ফ্লাইট চালু করা যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত সপ্তাহ থেকেই নিজেদের সিংহভাগ উড়োজাহাজ গ্রাউন্ডেড করতে শুরু করে ব্রিটিশ আকাশ সেবা সংস্থাটি। তবে গতকাল পর্যন্ত ৬৫০ উদ্ধার ফ্লাইট পরিচালনা করেছে ইজি জেট। যার মাধ্যমে ৪৫ হাজারের বেশি গ্রাহককে ফিরিয়ে আনা হয়েছে।
ইজি জেট জানায়, রোববার সর্বশেষ উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত উদ্ধারকারী ফ্লাইট পরিচালনার জন্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে অব্যাহতভাবে কাজ করা হবে।
নিউজ সোর্স – বণিক বার্তা