ইন্ডিগোর দুটি বিমানে ৫ জন যাত্রী করোনা পজিটিভ!
ভারতে চলছে চতুর্থ দফার লকডাউন। কিন্তু তার মধ্যেই অনেক কিছু ছাড় দেওয়া হয়েছে।যেমন বিমান পরিষেবা। আবার বিমান পরিষেবা শুরু হলেও চিন্তার বিষয় হল, বিমানেও যাত্রীদের দেহে পাওয়া যাচ্ছে করোনা ভাইরাসের উপস্থিতি। এবার ইন্ডিগো বিমানে ঘটলো এই ঘটনা, সেখানেও পাওয়া গেলো ৫ জন পজিটিভ রোগী।
এর পরে স্বাভাবিক ভাবেই সবাই আতঙ্কিত। তাদের লালারসের পরীক্ষা করে জানা গেছে তাদের করোনা আছে। এদিকে দিল্লি থেকে যে বিমান আসছিল, সেই বিমানেও পাওয়া গেছে করোনা পজিটিভ। পরের ২ জনের সোয়াব টেস্ট করা হয়, আর সেখান থেকেই জানা যায় তাদের দেহে করোনা আছে। এদিকে প্রথম ৫ জনের মধ্যে ৩ জনের দেহে করোনা পজিটিভ ও পরের ২ জনের দেহে করোনা পজিটিভ।
একটি বিমান দিল্লি থেকে জম্মূ কাশ্মীরের দিকে যাচ্ছিল, আর পরের বিমান যাচ্ছিল দিল্লি থেকে কোয়েম্বাটুরে। এর আগেও পাওয়া গেছে ইন্ডিগোর যাত্রীর দেহে করোনা পজিটিভ। যাত্রীদের সোয়াব টেস্ট করেই ধরা পড়েছিল তাদের দেহে করোনা আছে। এখন এই আতঙ্ক দিনের পর দিন বেড়েই চলেছে।