আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট ১৫ মে পর্যন্ত স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫ মে পর্যন্ত আমিরাত থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
এ বিষয়ে দুবাই ও উত্তর আমিরাতের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী বলেন, সার্বিক পরিস্থিতির কারণে বিমানের বাংলাদেশগামী সব ফ্লাইট ১৫ মে পর্যন্ত স্থগিত থাকবে। এ পর্যন্ত যে সব টিকিট ইস্যু করা হয়েছে সেগুলো ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোনো রকমের অতিরিক্ত ফি দিতে হবে না।
তিনি আরও বলেন, দুবাইয়ে বিমানের অফিস একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে প্রয়োজনে হট লাইনে ০৪২২২০৩৬৬ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
Facebook Comments