আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়লো ভারতে
করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ১৪ এপ্রিল করেছে ভারত সরকার।
গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে লকডাউনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে এক সপ্তাহের জন্য বাতিল করা হয়েছিল আন্তর্জাতিক ফ্লাইট। দেশটির বেসামরিক বিমান মন্ত্রণারয়ের পক্ষে থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছিল।
সেই সময়কে বাড়িয়ে এখন তা ১৪ এপ্রির পর্যন্ত করা হলো।
ভাইরাসের সংক্রমণ ছড়ানো আটকাতে বাতিল করা হয়েছে সব ট্রেন, মেট্রো, আন্তরাজ্য বাস পরিষেবা এবং গণপরিবহন ব্যবস্থা।
ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সীমান্তে কড়াকড়ি করা হয়েছে। বিমান পরিবহন, পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে বিদেশি নাগরিকদের পর্যটন।
নিউজ সোর্স – চ্যানেল আই অনলাইন
Facebook Comments