আজ সকালে শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ কোন ফ্লাইট উড়েনি
ফাঁকা হয়ে গেছে দেশের সব বিমানবন্দর। আজ সকালে শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ কোন ফ্লাইট উড়ে নি। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানিয়েছেন, রাত ১২টা থেকে অভ্যন্তরীণ রুটে সকল বিমানের ফ্লাইট বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বজায় থাকবে। এর আগে শনিবার রাত ১২টা থেকে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ।
সকালে শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখা গেছে সুনশান নিরবতা। কোন এয়ারলাইন্স তাদের ফ্লাইট ছাড়ে নি। বিমানবন্দরের কোথাও পাইলট কেবিন ক্রুদের আনাগোনা দেখা যায় নি। অল্প কিছু যাত্রী দেখা গেছে, কিন্তু তারা বিমানবন্দরে প্রবেশের অনুমতি পান নি। দোকানপাট, রেস্টুরেন্ট সব বন্ধ। বিমানবন্দরের সামনে কার পার্কিংয়ে কোন গাড়ি নেই।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত ও বাহরাইনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ থাকবে।